চোখের কোটরে জমেছিল কিছু জল,
একটা সকাল কেঁদে কাটিয়েছি
কিছুটা সময় কান্নার ঘোরে পেরেছি বুঝতে
নানান নামের অনেক দামের
জল থাকে চোখে,
চাইলেই তারা নামে না যে-কোন
আনন্দ-শোকে।
চোখের কোটরে জমেছিল কিছু জল,
সারাটা সকাল সেসব জলের
নাম দিই একে একে।
১২.১.১৬ (১০.০০)
হাসছি তো হাসছিই
নিজের রসিকতায় নিজেই
ভেতরটায় কে যেন কাঁদছে
নিরন্তর জানান দিয়ে যাচ্ছে
তার অশুভ উপস্থিতি।
বন্ধুরা মিলে মেতে আছি উল্লাসে
ভেতরে যে শুধুই হাহাকার
সাবধানে চেপে রাখি, তুমি কখনোই শুনতে পাবেনা তা।
হাসছি আমি যখন দেখছ...
কান্নার মুহূর্ত এলে
কান্নার মুহূর্ত এলে
কেউ কেউ এতো বেশি হেসে ওঠে যে,
কান্নার বিভ্রান্তি নিয়েই অবশেষে
ঘুমোতে যায়।
অথচ স্বপ্নে কান্নার কোন অপশন নেই !
ওখান হাসি আছে, আনন্দ আছে, দুঃখ আছে,
আছে আশঙ্কা, ভয়,
দৌঁড়তে না পার...
চিংড়িকে ডেকে বলি, খাস তুই কি চা?
যদি চা না খাস, তবে নাম তোর ইঁচা--
চিংড়িটা কেঁদে বলে, হবে কেন সেটা?
চা খাওয়ার মানে বুঝি হওয়া কেউকেটা?
কোনকালে একথাটা শুনেছে কে কবে--
চা খাওয়াটা মাছেদের গুণ ধরা হবে ?
আমি হেসে বলি তাকে, শোন ওরে বোকা--
মোটে ত...