প্রতিরাতে মৃত্যু-হিম ঠাণ্ডা বিছানায় তোলপাড় তোলে ধূর্ত শারীরিক ঢেউ বেড়ালের মতো পা টিপে টিপে নিঃশব্দে জোয়ার আসে স্নায়ু-গঙ্গায় জোয়ার জলোচ্ছ্বাস হয় শরীরের ঢাল বেয়ে ধীরে ধীরে উঠে আসে নম্র চূড়ায়; বিরাশি হাজার সাপ একসাথে ফুঁসে ওঠ...