জানি না দেশের মানুষ কতটা আগ্রহি মেইড ইন বাংলাদেশ লেখা পন্যের প্রতি, কিন্তু প্রবাশে থেকে আমার নিজের খুব ভাল লাগে যখন দেশি কোন পন্য দেখি দোকানে। চেষ্টা করি কিনতে এই ভেবে যে অন্তত কিছুটা পয়সা হলেও হাতে যাবে আমার দেশের খেটে খাওয়া হাসিমুখের মানুষের হাতে।
গ্লোবালাইজেশনের বিরোধিতা বেশ পুরনো। এটা অনেকদিন ধরেই ছিল। এখনো তা আছে। তবে এই বিরোধিতায় নতুন একটি অনুষঙ্গ যোগ হয়েছে সম্প্রতি। অনেকে এখন গ্লোবালাইজেশনের বিরোধিতায় যেয়ে বড়ো বড়ো কর্পোরেশনের বিরুদ্ধে কথা বলছেন। এটা বেশি করে বল...