এই বৃষ্টির 'পর রিজওয়ানুল ইসলাম রুদ্র
এই বৃষ্টির 'পর স্নিগ্ধ কুয়াশা এসে জেগে উঠেছে অনন্তকালের শূন্যতা ! অন্ধকারের তৃষ্ণার্ত ডাকে সকালের রঙিন সূর্য চাঁদের মতো ধূসর মেঘের নিঃস্বার্থ বিষন্নতায় ঘুমের গন্ধে ভরে উঠেছে তোমার দু'চোখ...