এ এমন দিন
কারো বুকেই লেখা রয় না
কোনো নাম
সাহস-দুঃসাহস ভয়-ভালোবাসা
সবই অতীত এই পৃথিবীর
আজ শুধু বেঁচে থাকা
ভাত এখন সবচে' দামি
যদিও ভবিষ্যত বলতেছে ইউরেনিয়াম
তোমরা কি বাঁচবে ততো
বিদ্যুতহীন শুধু শাদা ভাত যখন
এ এমন দিন
যখন ক্ষুব্...
ভাত
মারে ভাত খাম
মা বড়টির দিকে তাকায়, আমার ক্ষিধা পাইছে
মা ছোটটির দিকে তাকায়
খাঁ খাঁ সানকি আর শূণ্য হাড়ির সাথে তার
কথা হয়...
চল
একসাথে দুটি তারা নেচে উঠে
জোছনাকে ম্লান করে আলো হয়
পোলাও মাংস ভাত!!
কতোদিন,কতদিন পর...
হাছাই আইজকা খা...