শঙ্খটা ভেঙেই ফেলো
হাতের শঙ্খের মতো ঘিরে আছো সংস্কার
ভাসাভাসা নদী এঁকে কী হবে? ঢেউয়ের উচ্ছ্বাস নেই, কষ্ট নেই এমন কি বিষাদও।
কারুপাঠ মেনে মেনে লুকিয়েছো নখের হলুদ রঙ, ভুরুর বিস্তৃতি
ছেটেছো নিভৃতি- কথার কল্লোল
বরং শঙ্খটা ভেঙে...