মানুষগুলো কাঁচের গেলাস
বড্ড বেশি একলা আছি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: শনি, ২৪/০৫/২০০৮ - ৫:২৮অপরাহ্ন)ক্যাটেগরি:
এখন আমি বড্ড বেশি একলা আছি...
পায়রাশাদা তোমার গালে
একটা ছোট তিল যেরকম--
ঠিক সেরকম!
বৃদ্ধ চোখের স্মৃতির ভেতর
লুকিয়ে রাখা প্রেম যেরকম...
ঠিক সেরকম!
ঠিক যেরকম বদ্ধ ঘরে আটকে পড়া একটা মাছি--
তেমনি আমি একলা আছি!
মধ্যরাতের উপগ্রহের ধুকপুক...
- মৃদুল আহমেদ এর ব্লগ
- ১৮টি মন্তব্য
- বিস্তারিত...
- ৯৩বার পঠিত