সেদিন আগুনে পুড়েছিলো মুখ ঘোর লাগা রাতের আলোয় নেশাগ্রস্ত হয়ে উঠেছিলো সবটুকু অনুভব আমার ভিখারি ঠোঁটে আলতো আঙুল রেখে তুমি করেছিলে ব্রহ্মাণ্ড শাসন মনে নেই সেদিন পূর্ণিমা ছিলো কিনা তুমি নক্ষত্রের আলোয় আমাকে উদ্ভাসিত করেছিলে অ...