ট্যাবু (taboo) ইংরেজি শব্দের সঠিক বাংলা করতে গিয়ে একটু দ্বিধায় পড়েছি। একটিমাত্র শব্দ দিয়ে এর বাংলা করতে ব্যর্থ হয়ে এর ব্যাখ্যায় মনোনিবেশ করলাম। যে বিষয় সাধারণত প্রকাশ্যে, জনসমক্ষে বা পারিবারিক পরিসরে আলোচনা করে না তাকে ট্যাবু বলা হয়। যেমনঃ এইডস্ সচেতনতার নানান দিক, কিশোর কিশোরীদের যৌনশিক্ষা, বা শ্রেনীকক্ষে অ্যানাটমি পাঠে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, ইত্যাদি বিষয় সাধারণত এড়...
ওয়েলসে একটা সংস্থা আছে যার নাম বাউসো (BAWSO) অর্থাৎ কিনা Black Association of Women Step Out. সংখ্যালঘু কৃষ্ণবর্ণ আর প্রায়কৃষ্ণবর্ণ মেয়েদের নিয়েই এরা কাজ শুরু করে। কিন্তু এখন শ্বেতাঙ্গরাও সাহায্য পায় এখানে। দিন পেরিয়ে এখন বাউসো অনেক বড় হয়েছে। বেড়েছে কা...