একটি ইঁদুর দ্রুত যাচ্ছে পালিয়ে। প্রকাশ্যে। ঠিক যেন ভোর বেলা রমনায় মোটা সোটা কোনো ঘুষ-খোর অথবা অবৈধ কারবারী ব্যস্ত প্রতিদিনকার সৌখিন জগিঙে। পেছন পেছন তাড়া করা মিশ মিশে কালো এক হুলো; ব্যস্ত জনপদে আরেক পাতানো খেলা; পণ করে বসে আছি ...