Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

রক্ষক হুলো সদা ব্যস্ত উল্টাতে হাঁড়ি

কারো কিছু যায় আসে না

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৭/০৫/২০০৮ - ১০:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটি ইঁদুর দ্রুত যাচ্ছে পালিয়ে। প্রকাশ্যে।
ঠিক যেন ভোর বেলা রমনায় মোটা সোটা কোনো ঘুষ-খোর
অথবা অবৈধ কারবারী
ব্যস্ত প্রতিদিনকার সৌখিন জগিঙে।
পেছন পেছন তাড়া করা মিশ মিশে কালো এক হুলো;
ব্যস্ত জনপদে আরেক পাতানো খেলা; পণ করে বসে আছি ...