যে ব্যাটা চিরতরুণ সে যদি নিজেকে চির তরুণ ভেবে বসে তাহলেই যত বিপদ। কারো কাজকর্ম দেখে অন্যরা সবাই যদি তাকে চিরতরুণ খেতাব দেয়, তাহলে ব্যাপারটা ভুল হলেও ঠিক আছে। তবে আসল কথা হলো, বয়স বাড়লে আমরা বুড়ো হই। সে শরীরে বলেন, বা মনে। ব্যাপারটা মেনে নেওয়া স্বাস্থ্যকর। আমার আবার বুড়ো হতে ভালো লাগে না। তাই যখনই বয়স বাড়ার ব্যাপারটা মনে আসে অমনি নিদারুণ একটা মর্মবেদনায় পীড়িত হই। কিন্তু সারা বছর এসব দুঃখ-বেদনা অবজ্
এই ছেলেটাকে নিয়ে কি লেখা যায়। অনেকক্ষণ ধরেই ভাবছি। এক লাইন টাইপ করে দু লাইন মুছে ফেলি। কোন শব্দই ঠিক মন ভরাতে পারছেনা। না, আমি ওর লেখা নিয়ে কিছু লেখার চেষ্টা করছিনা। কারণ ওর লেখাগুলো সচলের কারোরই দেখার অগম্য নয়। বরং "রায়হান আবীর" ...