এখানে ছুটির ঘন্টা বাজে মেঘে মেঘে ছুটি ছুটি দরজায় কড়া-নাড়া নেই গর্জনের বন থেকে ছায়া ডাকে ইশারায় লালদিয়া চর থেকে বেগবান মেঘ আমনের ধান ক্ষেত পার হয়ে যায় ডেকে বলে যায় - “চলে আয় বলেশ্বরের কোলের কাছে” ডেকে যায় ইশারায় যুবতী মেঘেরা উত...