মাঝরাতে মৃত তারাদের মতো একে একে নিভে যায় জানালার আলো চেয়ে দেখি পৃথিবীর ঘুমানোর আয়োজন পোশাক খসিয়ে শুয়ে পড়ে কোলাহল রাত্রির কপালে টিপ হয়ে ভেসে থাকে অস্পষ্ট চাঁদ জীবনের ব্যর্থময় বৃক্ষদের নিচে তমসা সাজিয়ে বসে পুঁথির বিষাদ।
উড়ন...