সারাদিন উদভ্রান্ত শেয়ালের মতো ঘুরে ঘুরে সন্ধ্যায় বাড়ির পথ ধরলাম ল্যাম্পপোষ্টে কেউ জ্বালিয়ে দিয়েছে গোধূলীর আলো সারা পথ সন্ধ্যার জৌলুসে ঝিকিমিকি মনুমেন্টের উজ্জ্বল আলো ঘিরে উড়ছে সভ্যতার অভিলাষী পতঙ্গের ঝাঁক
কত বৈচিত্র ছড়...