তারপর যেন তাকে বেমালুম ভুলে গেছি হঠাৎ আঘাতে স্মৃতি হারানোর মতো বসন্তের লোকালয় থেকে দিনগুলো ঝরে গেছে ঠিক যে রকম হলুদ পাতারা ঝরে যায়, অসহায় রাতগুলো যেন কালো বাঁশঝাড় ম্মৃতির অনুজ্জ্বল কবরের শিয়রে এপিটাফ হয়ে আছে সামনের বিস্তিত...