শালবন থেকে কুঠারের শব্দ ধেয়ে আসে বুকে পাখিরা পালাচ্ছে প্রতিধ্বনিরা পাখা ঝাপটে ফিরে আসছে বিদায়ের বেদনা নিয়ে খড়-কুটো, মৃত লতাপাতা ঘিরে পাখির বসতি রয়ে গেল, অনাগত অঙ্কুরের ভেতরে জমাট অন্ধকার।
পাতা ঝরে গেলে তারও বেদনা নিরন্তর, ব...