Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

উল্কি

উল্কি

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ০৯/০৬/২০০৮ - ১২:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্বপ্নচোরা সত্যের সীমানা ডিঙিয়ে আমি
ঢুকে পড়লামই যখন
নিভৃত কক্ষে তোমার
কী করে অস্বীকার করবে আর,
এখন তো শুধুই ঘৃণা !
হোক তাই ; ওটুকু বরাদ্দেই চলবে আমার-
তবু তো তোমারই দেয়া !

উল্কি হয়ে আঁকা থাক হৃদয়ের ত্বকে।
(০৯/০১/২০০৬)