স্বপ্নচোরা সত্যের সীমানা ডিঙিয়ে আমি ঢুকে পড়লামই যখন নিভৃত কক্ষে তোমার কী করে অস্বীকার করবে আর, এখন তো শুধুই ঘৃণা ! হোক তাই ; ওটুকু বরাদ্দেই চলবে আমার- তবু তো তোমারই দেয়া !
উল্কি হয়ে আঁকা থাক হৃদয়ের ত্বকে। (০৯/০১/২০০৬)