অকস্মাৎ আলো নিভে গেলে থোকা থোকা অন্ধকার দৃষ্টিপথে নৃত্য করে অবিরাম। জ্বলে জোনাকীরা যেন হতাশার কালোতে আলোর বুদবুদ অগণিত।
অচেনা আঁধার ভাসানের স্রোত হয়ে টেনে নিয়ে যায় বুঝি বাকি অবলম্বন; অতি প্রিয়জন সব হয়ে যায় যেন দূরলোকে মেঘেদ...