আজকাল অধিকাংশ রাত কাটে নিদ্রাহীন পক্ষাঘাতগ্রস্ত সিংহের মতো শুয়ে থাকি যৌবনের সিংহময় স্মৃতিগুলো হুংকার দিয়ে ওঠে তন্দ্রা কাঁপিয়ে আমি শূন্যে হাত ছুঁড়ে তাড়া করি অলীক মাছিদের আর উদ্ভট সব স্বপ্নের ভেতর দেখি - বাকশক্তিহীন সেই পশু...