শুনশান চুপচাপ নেই কোনো শব্দ
কতদিন হয়ে গেল আকতার স্তব্ধ
শব্দের ভাঁজে ভাঁজে বারুদের হুঙ্কার
বহুদিন হয়ে গেল, শুনিনা তো, আকতার
এই ধূলি ধরা তে
আগমণ আজ তার
ধূলি যত সরাতে।
কেউ কাটে মন্দকে
শব্দের করাতে
তবে তাঁর ভালো লাগে
করতে তা' ছড়াতে।
পটিয়সী তিনি অতি
মনে ঝিম ধরাতে
ছন্দতে যেন প্রাণ
ফিরে আসে মরা তে।
শতজীবী হোন প্রিয়,
মন প্রাণ ভরাতে
বলি হ্যাপী বার্থ ডে
সচলের বরাতে।
আজ আমাদের সবার প্রিয় 'বেক্কল ছড়াকার' খ্যাত আকতার ভাইয়ের শুভ জন্মদিন।
আকতার ভাই সম্পর্কে কি বলব! ছড়ার মাধ্যমে উনি প্রতিদিন একটার পর একটা বোমা ফাটিয়ে যাচ্ছেন, অথচ দেশের শীর্ষ বোমাবাজের তালিকায় তার নাম নেই! (দুদক কি করে?) আজ রাষ্ট্...