যে ব্যাটা চিরতরুণ সে যদি নিজেকে চির তরুণ ভেবে বসে তাহলেই যত বিপদ। কারো কাজকর্ম দেখে অন্যরা সবাই যদি তাকে চিরতরুণ খেতাব দেয়, তাহলে ব্যাপারটা ভুল হলেও ঠিক আছে। তবে আসল কথা হলো, বয়স বাড়লে আমরা বুড়ো হই। সে শরীরে বলেন, বা মনে। ব্যাপারটা মেনে নেওয়া স্বাস্থ্যকর। আমার আবার বুড়ো হতে ভালো লাগে না। তাই যখনই বয়স বাড়ার ব্যাপারটা মনে আসে অমনি নিদারুণ একটা মর্মবেদনায় পীড়িত হই। কিন্তু সারা বছর এসব দুঃখ-বেদনা অবজ্
আমি এমন একটা মানুষ যার কোন ভয়ডর নেই। জানের ভয় তো নাই’ই এমনকি হাস্যম্পদে পরিণত হবার ভয় ও নেই। এতে অবশ্য একটা সুবিধা হয়েছে। যা মন চায় করে ফেলতে পারি। প্রতিবারই যখন নতুন কোন লেখা সচলে পোস্ট করতে যাই তখনই দেখি “একটি নতুন অডিও ফাইল জু...