আকাশ ঝলসাতে চায় হৃদয়ের আলো, জ্বলে অন্তর্লোক ভুলে যাই হৃদয়ের যতো পুরাতন ব্যথা, আছে যতো শোক মাকড়সার জালের মতো বুকের অলিন্দগুলোতে ঢাকা যতো আছে সুখস্মৃতি মলিন ধূলোতে আজ দু'হাতে তাদের টেনে তুলে আনি বুকে মেলে ধরি সকালের আলো দৃষ্টির ...