বসতে গিয়ে পাশাপাশি ,
অসাবধানে হাসাহাসি ।
ওড়না খানির স্পর্শ যদি লাগে,
আর কিছু নয়, স্পর্শটুকু
সরিয়ে রাখি সঙ্গোপনে
আমার মানি ব্যাগে
খুব কি যাবে রেগে...
কৃষ্ঞ কানহাইয়া
ফাল্গুনের অন্ধকার নিয়ে আসে সেই সমুদ্রপারের কাহিনী,
অপরূপ খিলান ও গম্বুজের বেদনাময় রেখা,
লুপ্ত নাশপাতির গন্ধ,
অজস্র হরিণ ও সিংহের ছালের ধূসর পান্ডুলিপি,
রামধনু রঙের কাচের জানালা,
ময়ুর পেখমের মত রঙিন পর্দায় পর্দায়
কক্ষ ও কক্ষান্তর থেকে আরো দূর কক্ষ কক্ষান্তরের
ক্ষণিক আভাস -
আয়ুহীন স্তব্ধতা ও বিস্ময়।
পর্দায়, গালিচায় রক্তাভ রৌদ্রের বিচ্ছুরিত স্বেদ,
রক্তিম গেলাসে তরমুজ মদ !
তো...