Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

অমর্ত্য

অণুকবিতাগুচ্ছ- ০২

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ১৪/০৬/২০০৮ - ৩:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

অণুকবিতাগুচ্ছ- ০২

(০৬)
স্বপ্নের লাল ফিতে মেপে মেপে বানিয়েছি ঘর,
সব কিছু আছে তার
নেই শুধু ভিতের পাথর।

(০৭)
আকাশটা বড়ো খুব, স্বপ্নটা আরও,
যে শুধু স্বপ্নই দেখে
আকাশ কি হারিয়ে যায় তারও ?

(০৮)
শব্দের বন্ধনে এলে অক্ষর অমর্ত্য হয়,
জীবনে...