২৬ জুলাই, ১৯৫৩। নিজ দেশের স্বৈরশাসক সেনাবাহিনী প্রধান বাতিস্তার নির্মম শাসনের বিরুদ্ধে বিপ্লবের অগ্নিশপথ নিয়ে মোনকাদা নামের এক সেনাব্যারাকে আক্রমণ করলেন একদল বিপ্লবী, নেতৃত্বে ফিদেল কাস্ত্রো নামের এক তরুণ আইনজীবি। দেশমাতৃকার উপর চলমান দমন পীড়নের বিরুদ্ধে হাতের অতি অপ্রতুল সম্পদ নিয়েই ছোট ভাই রাউল ও অন্যান্য বন্ধুদের মন দ্রোহের মন্ত্রে উদ্দীপ্ত করেই সেই আক্রমণ থেকে বার্তা পৌছাতে চাইলেন শাসক গোষ্
১৯৬৭'র অক্টোবরের ৯ তারিখে আর্নেষ্টো গুয়েভারা ডি লা সেরনা' কে যখন হত্যা করা হয় বলিভিয়ার এক জংগলে তার আগে মুহুর্তে তিনি উচচারন করেছিলেন-
I know you've come to kill me. Shoot, coward, you're only going to kill a man.
তারপর তাকে হত্যা করা হয় । নিহ...