এ বছরের ফেব্রুয়ারীর শেষ দিকে পুরোনো বন্ধুরা মিলে সেন্ট মার্টিন গেলাম হুট করে। সবারই অফিসের ঝামেলা থাকে। ছুটি পাওয়াটাই মুশকিল। আড্ডায় বসে চা খেতে খেতে আমরা দুনিয়ার অনেক যায়গায় চলে যাই। কিন্তু বাস্তবে দেখা যায় সকালে উঠে ঘুম ঘুম চোখে অফিসে দৌড়াই আর বাসায় ফিরি। কিছুই করা হয়না।
যাইহক, কিভাবে কিভাবে যেন সব কাজ-কর্মকে কাঁচকলা দেখিয়ে আমরা কয়েক বন্ধু মিলে এক রাতে নিজেদের আবিষ্কার কর ...
কিছুদিন আগে গিয়েছিলাম নারিকেল জিঞ্জিরা বেড়াতে । সুন্দর ছোট্ট দ্বীপটায় আমার দ্বীতিয়বার যাওয়া । প্রথম বার যখন গিয়েছিলাম তখন আমার ক্যামেরা ছিল না । সব কিছু দেখতাম চোখ বড় বড় আর মুখ হাঁ করে । আকাশের চেয়েও পানি বেশি নীল - তাই দেখে মনে মনে বলতাম, "ওরে কী ভীষণ নীল রে !" বিরাট আকারের প্রবাল দেখে বলতাম, "ওরে কত্ত বড় প্রবাল রে !" বাংলাদেশের সর্ব দক্ষিনে ছেঁ...