দুঃখিত : শেষ আলোরেখায়
দুঃখিত
বলাটা সহজ
অথচ তোমার দুঃখপ্রকাশের একটু আগেই
বিশাল বৃক্ষের খর্ব ছায়াকে দীর্ঘ হতে হতে
ঘন অন্ধকারে ডুবে যেতে দেখেছি।
দুঃখিত
বলাটা সহজ
কৈশোরে প্রেমের মত স্বাভাবিক
অথচ ওই একটিমাত্র শব্দের পেছনে
জগতের তাবত্ দুঃখ সারিবদ্ধ হয় বিলীন হয়ে যেতে
যাদুর লাঠি ছুঁয়ে দিলেই উধাও হবে যেন স্বপ্নের শিশু।
তুমি দুঃখিত হওয়ার পর সেই ছায়াকে আমি আর ফেরাতে পারিনি
সূর...