বারবার ফিরে আসি বারবার ঘুরে চলে যাই পায়রা নদীর জলে আষাঢ়ের খরস্রোত দেখে ফেলে আসা স্মৃতি হাতরাই
ভেসে ভেসে যায় স্রোত ভাঙনের কান্না চেপে বুকে বাড়ি-ঘর, সুখ-স্মৃতি একূল-ওকূল দুই কূল ভেঙে নিয়ে যায় এ কূল ভাঙে ও কূল গড়ে - এ নীতি খাটে ন...