রাত তিনটা পয়তাল্লিশ।
হঠাত্ করেই কেমন জানি ঠান্ডা লাগতে শুরু করলো। খালি গায়ে বসে ছিলাম। জুন মাসের গরমে মাথার ঘুন পোকাও বের হয়ে যাওয়ার কথা।
একটা টি-শার্ট খুজে নিলাম। মাথার উপর সিলিং ফ্যানটাকে এখন হেলিক্পটার মনে হচ্ছে। ফ্যান বন্ধ করে দিলাম। কেমন জানি খানিকটা ভয় ভয় লাগছে। কারণ, মনে হচ্ছে ঠান্ডাটা আসলে বাইরে না, ভিতরে।
পৃথিবী তৈরী করার পর দেবতারা ভাবলেন জগৎ সংসার চালানো এবং সকল জীবকে দেখাশোনার দায়িত্ব কোন একটি প্রানীর উপর ছেড়ে দিবেন । তাদের পছন্দের প্রানীটি ছিল বেড়াল । চিন্তাশীল...