অজস্র মাইল ঘুরে আসে সেইসব পাখিরা অস্থিতে কনকনে শীতের গন্ধ ,সামান্য উষ্ণতার আশা সাইবেরিয়ার অরন্য দু চোখে বয়ে নিয়ে এইসব ধানের দেশে আসে সেইসব পাখিরা - কোন শীতের সকালে বিলের পানিতে পা ডুবিয়ে উষ্ণতা খোঁজে ঘোলে চোখে দেখে যায় মৃদু বৃ...