Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).
নদীর নাম আঠারবাকি,আঠারোটি বাঁক ছিল তার, যখন তাকে নদী বলে চিনতো সবাই। আজ চেনা যায়না তাকে, শীর্ন শরীরে বাঁক থাকা আর না থাকা! নদীর কি বৃদ্ধ হওয়া চলে? এ নদী দেখে মনে হয় বৃদ্ধ হয়েছে , বাঁচবে না বেশিদিন।