পুরান ঢাকা নিয়ে লেখার ইচ্ছা বহু দিনের। পত্রিকায় কাজ করার সুবাদে অনেক ভাবেই তা লিখেছি। কিন্তু ব্লগে লেখার আলাদা একটা ব্যক্তিসত্ত্বা কাজ করে। যা পত্রিকাতে বলা বা লেখা যায়না। তাই সচলায়তনে আসা।
আধুনিক মানুষ(প্রচলিত অর্থে বলতে চাইছি – কেননা প্রকৃত অর্থে আধুনিক মানুষের সঙ্গা ও মানদন্ড নিয়ে বিস্তর বিতর্কের অবকাশ রয়েছে) তার যাপিত জীবনে যে সব শব্দ ব্যবহার করে এসেছে নিঃসঙ্গতা শব্দটি তার মধ্যে সবচেয়ে বায়বীয়। ইংরেজীতে নিঃস...