১. স্বপ্ন থেকে স্বপ্নে সন্তুরণ করে বাঁচি, জাগরূক ক্ষতের মতো জেগে থাকে খাকের শরীর;
জলপোকাদের অরক্ষিত নকশা যেমন জলছবি হয়ে জলের অধিকারে_ তেমনি বুঝেছি বেঁচে থাকা_আয়ুক্ষয়, বেপথু হাওয়া এসে মাস্তুল নাড়ায়।
প্রেতের আত্মায় উড়ে উড়ে বা...