Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

দুটি কবিতা

নক্ষত্রেরা যদি তাহার কথা কয়?

ফারুক ওয়াসিফ এর ছবি
লিখেছেন ফারুক ওয়াসিফ (তারিখ: বুধ, ০৯/০৭/২০০৮ - ১১:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
স্বপ্ন থেকে স্বপ্নে সন্তুরণ করে বাঁচি,
জাগরূক ক্ষতের মতো জেগে থাকে খাকের শরীর;

জলপোকাদের অরক্ষিত নকশা যেমন
জলছবি হয়ে জলের অধিকারে_
তেমনি বুঝেছি বেঁচে থাকা_আয়ুক্ষয়,
বেপথু হাওয়া এসে মাস্তুল নাড়ায়।

প্রেতের আত্মায় উড়ে উড়ে বা...