এই ভাবে ফুরায় সব, ফুরায় বৎসর মাস-দিন-ক্ষণ অনুভূতি রঙ বদলায়, বদলায় প্রিয়মুখ-পরিচিত জন ভাঙনে ভাঙনে ক্ষয় দেহ-মাটি-মনের বাঁধন যেমনে ভিটার গায়ে সিঁদ কাটে নদীর ভাঙন যেমনে ভাসায় ভূঁই আষাঢ়ে জল্লাদ বাণ সময় ভাসায় সব ক্ষোভ-শোক-ভালোবাসা-ট...