কীর্তিনাশা ভাইয়ের দুর্দান্ত পোস্টটা দেখে নিজেরও মনে পড়ে গেলো সাগরের তীরে বসে দেখা একটা সূর্যাস্তের কথা। গত শীতে কক্সবাজারের অ্যান্জেলস ড্রপে বসে দেখা সেই দৃশ্য। আকাশের এত চমৎকার রং জীবনে খুব কমই চোখে পড়ছে। আর এত ঘনঘন রং পাল্টাচ্ছিলো যে কি আর বলবো! ঐ বিকেলেই প্রথম বুঝতে পেরেছিলাম "কনে দেখা আলো" কাকে বলে। সূর্য আর পানি মিলে কি এক রহস্যই না দে...
সূর্যাস্তটাকে ধাওয়া করে চলেছি
সূর্যোদয়ের দেখা পাবো বলে
নিয়তিটাকে হন্যে হয়ে খুঁজছি
আশাটাকে ধার করতে পারবো বলে।
কল্পনাগুলো অদৃশ্য হয়ে
জবাবগুলো স্পষ্ট হয়ে উঠবে
স্বপ্নেরা সত্য হবার মতই
আবারো সূর্যাস্তটাকে ধাওয়া করে চলি
ন...