কবি চন্দ্রাবতীর নাম শুনি সেই ছোটবেলাতেই। আমাদের কিশোরগঞ্জে “শুরূক” নামে একটা সাপ্তাহিক পত্রিকা চালু ছিল (এখন বন্ধ)। আমার জীবনের প্রথম লেখা এই পত্রিকাতেই ছাপা হয়েছিল। যেই সংখ্যায় আমার লেখাটি ছাপা হয় সেই সংখ্যাতেই চন্দ্রাবতীর উপর একটা প্রবন্ধও ছাপা হয়েছিল। চন্দ্রাবতীর সাথে সেই আমার প্রথম পরিচয়।
ফিল্ড ওয়ার্কের কিছু কাগজপত্র এবং টেপ বাড়ি বদলের কারণে খুঁজে পাচ্ছি না, কিন্তু দ্রুতই তথ্য দরকার। নাটোরের লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের বৈষ্ণব মন্দিরট...