যামিনী ঘনায় কালো,
কামিনী সুরভি ঢালো,
ডাকি নি - তবুও এলে কাছে।
নিরবে নিশীথে এলে
গোপনে চরণ ফেলে,
দেখি নি - হারিয়ে ফেলি পাছে!
নিকষ ঘন আঁধার মাঝে
কোথায় অচিন ঘুঙুর বাজে,
স্বপ্নপুরীর কোন রমণী
ত্রস্ত লুকায় কপট লাজে!
প্রাণের মাঝে জাগলো কী ঢেউ,
কেউ জানে না, গোপন থাকে,
আঁধার শুধু কষ্ট ...
ল্যান্ডফোনটা বেজে ওঠতেই ছিদ্দিক সাহেব ছো মেরে রিসিভারটা তুলে নিলেন। খুব মিষ্টি করে ‘হ্যা-ল্লো’ শব্দের একটা মিহি তরঙ্গ ছড়িয়ে দিলেন। কিন্তু কোথায় যেন এ...