জহিরুল ইসলাম নাদিম
রঙবাজি ঢঙবাজি
আরো বাজি পটকা,
বাজি হলে ঠক মনে
লাগে ভারী খটকা।
ডিগবাজি খেলে পেট
নেই আশা পুরবার,
ঘোড়া সেও বাজি কিনা
গতি যার দুরবার।
বাজাবাজি করে লোকে
দেয় ঠুকে মামলাই!
বাজির বাজারে বলো
কোন বাজি সামলাই?
সপ্তাহ দুয়েক আগের ঘটনা। বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ব্রিফ হিস্ট্রি অব টাইম পড়তেছিলাম। তো বইটির এক জায়গায় হকিং মশায় কিপ থর্নের সাথে কৃষ্ণগহ্বর নিয়ে তার এ...