শেষ হয়ে গেলো ২০১২ লন্ডন অলিম্পিক। ২০০৮ এর অলিম্পিকের সাথে প্রথম চারের তেমন বেশি পার্থক্য দেখা গেলো না। ৪৬ সোনা নিয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে, ৩৮ সোনা নিয়ে চীন দ্বিতীয়, ২৯ সোনা নিয়ে আয়োজক ব্রিটেন তৃতীয় এবং ২৪ সোনা নিয়ে রাশিয়া চতুর্থ হলো। ২০০৮ এর অলিম্পিকেও এই চার দেশই প্রথম চারটা স্থান দখল করেছিল। পার্থক্য শুধু তাদের অবস্থানে। সেবার নিজেদের মাটিতে চীন ৫১ সোনা নিয়ে প্রথম হয়েছিল, যুক্তরাষ্ট্র দ্বিতীয় (৩৬ সোনা), রাশিয়া তৃতীয় (২৩ সোনা) আর ব্রিটেন চতুর্থ (১৯ সোনা)।