জহিরুল ইসলাম নাদিম
তোমার জন্য সাত সমুদ্র
তিন শ তের নদী
আমার হাতে হাতটি রেখে
একটু হাঁট যদি।
আমাজনের ঘন সবুজ
নীলের সুনীল জল-
আমায় ভেবে ডাগর দুচোখ
করলে ছলোছল্।
বিষধরের ফণা থেকে
আনব মণি ছিনে
হাজার জনের মধ্যে যদি
আমাকে নাও চিনে!
মাতাল করা বাতাস দেব
সঙ্গে চাঁদের আলো
ভুল করেও আমায় যদি
একটু বাসো ভালো!!
এক মুঠো ভালবাসা রেখেছিলাম জমা
তোমার কাছে,
এক টুকরো স্বপ্ন বন্ধক রেখেছিলাম
তোমার কাছে সর্ন্তপনে ;
ভালবাসাকে র্বনহীন করলে
অহংকারের অগ্নিশিখায়,
স...