রাতে হাঁটতে হাঁটতে মনে হয়, রাতটা অন্ধকারের জন্য। অন্ধকারের মিউজিয়াম।
রাস্তার পাশে দাঁড়িয়ে যে গাছ আছে অথবা হলুদ বাতি, যারা এই মিউজিয়ামে সবসময়
প্রদর্শিত, তারাও মাঝে মাঝে অন্ধকারে ডুঁব দেয়... মিউজিয়াম তখন একাকী হয়ে যায়,
আরো অন্ধকার হয়ে উঠে।
মিউজিয়ামে, কোনো রাতে একটা মায়াবী চাঁদ এসে আলো দিয়ে যায়, তখন অন্য সব তার আড়ালে লুকিয়ে নেয় নিজেদের। রূপালি হয়ে যায় সব অন্ধকার, মিউজিয়ামের হলুদ ব...