১। আমিঃ
"কেমন জানি খুশি খুশি লাগতেছে! কিছুক্ষন আগেই গার্লফ্রেন্ড এর কাছে ঝারি খাইলাম। ভার্সিটি থেকে আসছি অনেকখন হয়ে গেসে কিন্ত ওকে একবারো ফোন দেই নাই। ইহজগৎ এর সবচাইতে বড় পাপ। ওর ফোন টা ধরার ত্রিশ সেকেন্ড এর মধ্যেই আমার গুষ্টি উদ্ধার হয়ে গেল। "তোমরা ছেলেরা এই, তোমরা ছেলেরা ওই"। সেই সাথে আরোকিছু সরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের অনুচিত ব্যবহার এর মাধ্যমে শ্রবণ যন্ত্রের উপর নির্মম অত্যাচা...