‘তোমাদের মনটা এখন কুমোরের চাকে ওপর বসানো একতাল নরম কাদার মতো। এখন তা দিয়ে তুমি যা বানাতে চাও তাই পারবে। হাঁড়ি চাইলে হাঁড়ি, কলস চাইলে কলস। কিন্তু এই কাদা যখন শুকিয়ে মাটি হয়ে যাবে কিংবা পোড়ালে বাসন-কোসন হবে তখন শত চেষ্টা করলেও তাকে একটুও এদিক-সেদিক করতে পারবে না।’ আমার এক পাইমারি শিক্ষকের বয়ান এটা।
এফ আর খানের পর বাংলাদেশের সবচেয়ে ডাইনামিক এবং ভিশনারি প্রকৌশলীর কথা চিন্তা করলে আমার কামরুল ইসলাম সিদ্দিকের কথাই মনে পড়ে। যদিও তুলনাটা মনে হয় ঠিক হল ন...