[justify]একজন মানুষের গড় আয়ুর অর্ধেক এর বেশি পার হয়ে এসে আজ যদি হিসেব মিলাতে বসি, তাহলে দেখি পুরোটা সময় জুড়েই কে এক শুভঙ্কর শুধু ফাঁকিই দিয়ে গেছে। অনেকগুলো এলোমেলো পৃষ্ঠার তৈরী জীবন খাতাটাতে খুঁজে পাইনা গোছানো একটা বাক্যও যা আমাকে একটুকু সান্ত্বনা দিতে পারে এই বলে যে – ‘না, তুমিও পেরেছিলে’।
কয়দিন আগে ইত্তেফাকে দেখলাম, কচি নামে একজন জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সমস্ত কাজ সম্পন্ন করে ফেলেছেন। রিপোর্টার লিখেছেন, প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ...