[restrict]||০১||
সারা জীবন কেবল পড়াশোনা ছাড়া আর কিছুই করিনি। না রাজনীতি, না মারামারি, না বদমাইশি, না কোন মেয়ের সাথে ইটিশ পিটিশ। সে সাধনার ফলও যথা সময়ে পেয়েছি। দেশের খেটে খাওয়া মানুষেরা আমাদের পড়াশোনার খরচ চালায়, বলতে গেলে মাগনা পড়ি- সেই বোধ থেকেই, আর কিছুটা ড. জাফর ইকবালের সান্নিধ্যে থাকার ইচ্ছায় ব্যাচেলর শেষ করে শিক্ষক হবার সিদ্ধান্ত নিই। আমরা যখন চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষ...