[restrict]||১||
২০০৩ সালের শেষদিকে শিক্ষাছুটির দাবীতে, ছুটি না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘটে যান নৃবিজ্ঞানের আফজাল আহমেদ (কপিল)। তিনি তখন সাত বছরেরও বেশী চাকরি করেছেন, সিন্ডিকেট সদস্য ছিলেন, ছাত্র-ছাত্রীদের বিপদে-আপদে সব সময় সাথে ছিলেন। তার ছুটি আটকে যায় মূলত বামপন্থী (জাবির ছাত্রফ্রন্ট) হওয়ার কারণে। বিশ্ববিদ্যালয়ে তখন জামাতী ভিসি, তার অঘোষিত উপদেষ্টা হলো হাঁটুর বয়েসী সদ্য লেকচ...