গত রাতের আকাশ ছিল
গ্রহণ লাগা চাঁদের মত
চোখের ছায়ায় ঘুম জাগানো
আজ সারাদিন বৃষ্টি হলো
মন-বালিকার দহন-ক্ষত
জুড়িয়ে দেয়ার শীত লাগানো
বৃষ্টি থামে মেঘ থামে না
আলোর ঘোরে সন্ধ্যা আসে
আজকে রাতের সব আয়োজন
সূর্য সাধার পূর্বাভাসে।
নির্মল পরিশুদ্ধির জন্য
হতে চাই আগুনের ভেতরে আগুন
দাও আরো অনল
দাও আরো দহন
আরো দগ্ধ করো আমাকে-
যেন ক্রন্ধনের সুনিপুন নিক্কন বাজাতে পারি।
শুধুমাত্র শ...