আজ চাইলেই সব দিও -
চোয়াড়ি ঘর
নিকোনো উঠোন
শেওলা মাজা পুকুর ঘাট
তেতুল তলায় ভরা কলশ
শরিষা পোড়ানো কাজল
পূর্ন মুঠোর প্রেম
সব তুলে এনেছি একে একে যত সদাইয়ের লিষ্ট ছিলো ।
মানি কিছুটা দেরি হলো
জানি পুরেছে রাত, মিশেছে দুপুর, রোদ্দুর কিংবা আঁধারে
হা হুতোশে ছিঁড়েছে আশার ঘুড়ি মাঝ আকাশের মেঘে
কেটেছে বিশ্বাস, সময় যেমন কাটে কখনো দ্রুতো কখনো একেবারে ঢিলে তালে ।
তবু এওতো মানবে -
হারাই নি আমি আর দ...
নিকষ ঘন আঁধার মাঝে
কোথায় অচিন ঘুঙুর বাজে,
স্বপ্নপুরীর কোন রমণী
ত্রস্ত লুকায় কপট লাজে!
প্রাণের মাঝে জাগলো কী ঢেউ,
কেউ জানে না, গোপন থাকে,
আঁধার শুধু কষ্ট ...