এক মদন টকটকে লাল দুটো কান নিয়ে ডাক্তারের কাছে হাজির।
লাল টকটকে কান দেখে ডাক্তার বলল বাম কানটা কি করে পুড়লো? উত্তরে বব্বর বলল সে নাকি জামা কাপড় ইস্ত্রী করছিল আর তখনই মোবাইলে ফোন আসায় ভূল করে ফোনের জায়গায় গরম ইস্ত্রী বাম কানে দিয়ে দিয়েছিল।
কোনো রকমে হাসি চেপে ডাক্তার বলল তা ডান কানটাই বা পুড়ল কি করে ?
আর বলবেন না, একটু পরে সেই একই হারামী আবার কল ব্যাক ...