৭ নভেম্বর। প্রতি বছর নভেম্বর মাসে একটা করে ৭ তারিখ থাকে। অনেক ৭ নভেম্বর অনেক কিছু ঘটে থাকে। বাংলাদেশে ৩৩ বছর আগে এক সাতই নভেম্বর সিপাহিরা পথে নেমে ছিল। অফিসারদের রক্ত চেয়ে তার তড়িৎ পরিণতি ঘটেছিল প্রতিবিপ্লবে।
একানব্বই বছর আগে রুশদেশে আরো এক সাতই নভেম্বর এসেছিল। পৃথিবীর প্রথম শ্রমিক শ্রেণীর রাষ্ট্র, প্রথম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সাতই নভেম্বর। জানা ইতিহাস মোত...